শিরোনাম

নবীনগরে পুলিশি বাঁধা উপেক্ষা করে আ.মীলীগের মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

সংবাদটি প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ৭:১৫:১৮ অপরাহ্ণ
নবীনগরে পুলিশি বাঁধা উপেক্ষা করে আ.মীলীগের মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
নবীনগরে পুলিশি বাঁধা উপেক্ষা করে আ.মীলীগের মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
সফিকুল ইসলাম বাদল ব্রামণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশের বাধাঁ উপেক্ষা করে মাঝিকারা ব্রীজ থেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা পরিষদ গেইটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এড. কাজী মোর্শেদ হোসেন কামাল, জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দরা ডাকবাংলো প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে আগামী ২১শে মে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানকে আহবায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন। এ সময় সকল বক্তারা তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে আগামী সম্মেলনে তাদের ভোটের মাধ্যমে সভাপতি, সাধারন সম্পাদক নির্বাচন করার আহবান জানান।
উল্লেখ্য, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিমকে আহবায়ক করে গঠিত নয় সদস্যের প্রস্তুতি কমিটি গঠনের পর থেকেই দলের একাংশের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে প্রচন্ড ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দীর্ঘ আট বছর পর আগামি ২১ মে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

সাম্প্রতিক খবর

Contact Us