নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচনের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে রুবেল মিয়া (২৬) নামে একজন নিহত এবং টেটা ও গুলিবিদ্ধ হয়ে অন্তত: ২০ জন আহত হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) সকালে রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খেয়াঘাট আমতলিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাঁশগাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান কাজী আশরাফুল হকের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আশরাফুল হকের সমর্থকরা দুই মাস ধরে এলাকার বাইরে অবস্থান ছিল। রবিবার সকালে আশরাফুল হকের সমর্থকরা এলাকায় প্রবেশ করতে চাইলে জাকির গ্রুপের লোকজন এতে বাধা প্রদান করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় মাথায় গুলিবিদ্ধ হয়ে রুবেল মিয়া নিহত হয়।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, সংঘর্ষে রুবেল মিয়া নিহত হয়েছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Facebook Comments