নলছিটি হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঝালকাঠির নলছিটিতে হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে নলছিটি মুক্তিযোদ্ধা সংসদ অফিসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর সেখান থেকে র্যালী বের হয়ে নলছিটি বিজয় উল্লাস-৭১ চত্বর প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন নলছিটি উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার(সাবেক) তাজুল ইসলাম দুলাল চৌধুরী। এছাড়া নলছিটি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদারসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধার আলোচনা সভায় অংশগ্রহন করেন।
উল্লেখ্য ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয়েছিল ঝালকাঠি ও নলছিটি।
Facebook Comments