সংবাদটি প্রকাশিত হয়েছে :
শনিবার, নভেম্বর ৬, ২০২১ ৪:১০:১৩ অপরাহ্ণ
নাটোরে ইউপি সদস্য মতিউর এর মরদেহ উদ্ধার
নাটোরের লালপুরের দুয়ারিয়া ইউনিয়নের ওয়ার্ডের ইউপি সদস্য মতিউর রহমান মতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সাবেক সংরক্ষতি নারী সদস্য সাহিদা বেগমের বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মতিউর রহমান উপজলোর টিটিয়া এরশাদ মোড়ের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গতরাতে মোটরসাইকেল নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পায়।
এদিকে আজ সকাল সাড়ে ৬টার দিকে নিহতের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মাঝগ্রাম এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহত মতিউরের কাছে থাকা মোবাইল ফোনটি পাওয়া যায়নি তার কাছ থেকে। এদিকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি মরদেহের প্রায় এক কিলোমিটার দূরে থেকে উদ্ধার করে পুলিশ
Facebook Comments