সুনামগঞ্জের দোয়ারাবাজারে গভীর রাতে ঘরে ঢুকে মোবাইলে নারীর আপত্তিকর ছবি উঠানোয় লিটন দাস (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার লিটন উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আইমা নোয়াগাঁও গ্রামের ললিত মোহন দাসের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর দিবাগত রাত ১০টার দিকে শারীরিকভাবে ক্লান্ত এক নারী নিজ বসতঘরের গেট ও দরজা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। এরই ফাঁকে লিটন দাস ওই ঘরে ঢুকে ঘুমে বিভোর ওই নারীর পরনের ম্যাক্সির কাপড় উঁচিয়ে তার অর্ধনগ্ন ছবি মোবাইলে ধারণ করে।
পরে ওই নারীর বাড়ির লোকজনের কাছে ওই ছবি প্রদর্শন করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে আসামি লিটন দাস। ভুক্তভোগী নারী বাদী হয়ে লিটন দাসের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, আসামি লিটন দাসকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments