শিরোনাম

নিজেকেই প্রেসিডেন্ট ঘোষণা করলেন বলিভিয়ার বিরোধীদলীয় সিনেটর

সংবাদটি প্রকাশিত হয়েছে : বুধবার, নভেম্বর ১৩, ২০১৯ ১১:৫৮:৩৯ পূর্বাহ্ণ

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের পদত্যাগের পর নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন দেশটির বিরোধী দলীয় সিনেটর জিনিন আনেজ।

মোরালেসের দলের আইনপ্রণেতারা আগেই ওই অধিবেশন বয়কট করে চলে গিয়েছিলেন। ফলে আনেজ নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণার পর তাকে নতুন পদে নিয়োগ দেয়ার মতো কোরামই অবশিষ্ট থাকে নি।

তারপরও আনেজ নিজেকে প্রেসিডেন্ট দাবি করে মঙ্গলবার (১২ নভেম্বর) বলেন, বলিভিয়ার সংবিধান অনুসারে মোরালেসের পর দায়িত্ব নেয়ার কথা তারই। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শিগগিরই নতুন নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।

বিক্ষোভের মুখে পদত্যাগ করে বর্তমানে মেক্সিকোতে আশ্রয় নেয়া সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস এ ঘোষণার নিন্দা জানিয়েছেন। জিনিন আনেজকে ‘অভ্যুত্থানের সুযোগ খোঁজা ডানপন্থি সিনেটর’ বলে অভিহিত করেছেন তিনি।

পদত্যাগের পর দেশ ছেড়ে কেন মেক্সিকো পালিয়ে গেছেন, এর জবাবে মোরালেস জানান, বলিভিয়ায় তার প্রাণের ঝুঁকি থাকায় তিনি মেক্সিকোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কিত ফলাফল নিয়ে টানা কয়েক সপ্তাহের আন্দোলনের মুখে রোববার (১০ নভেম্বর) পদত্যাগ করেন ইভো মোরালেস।

তিনি জানান, পদত্যাগ করতে বাধ্য হলেও স্বেচ্ছায়ই পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি, যেন এ নিয়ে আর রক্তপাত না হয়।

আরও পড়ুনঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
আইএমএফ-এর শর্ত ‘কল্পনার বাইরে’ বলে আখ্যা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
যুক্তরাষ্ট্র কেনো চীনের বেলুনটিকে ভূপাতিত করতে পারছেন না
মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু কেন্দ্রগুলোর উপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চীন
সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ইসরায়েল
বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো সম্ভব নয়
অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা ও দারিদ্র্য হ্রাসের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর স্বাবলম্বীকরণ ...
লিওপার্ড ২ ট্যাংক কী?
Spread the love
Facebook Comments

Contact Us