সংবাদটি প্রকাশিত হয়েছে :
মঙ্গলবার, নভেম্বর ৫, ২০১৯ ১০:২১:২৯ পূর্বাহ্ণ
নিরাপদে ওমানে পৌঁছেছেন জাতীয় ফুটবল দল
ওমানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার সন্ধ্যায় (৪ নভেম্বর) মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছে তারা। জাতীয় দলে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ফেসবুকে ওমান পৌঁছার কথা নিশ্চিত করেন।
স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজও লিখেছেন, নিরাপদে ওমান পৌঁছার কথা। ওমানের রাজধানী মাস্কাটের রেডিসন ব্লু হোটেলে উঠেছে বাংলাদেশ দল। এদিকে বাংলাদেশ দলের ওমানে পৌঁছার খবরে ওমানে অবস্থানরত বাংলাদেশি ফুটবল ভক্ত প্রবাসীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। যেন বাংলাদেশ ফুটবল দল নয় গোটা বাংলাদেশকে’ই কাছে পেয়েছেন তারা । আগামী ১৪ নভেম্বর ওমানের আল-সিব স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচটি খেলবে বাংলাদেশ। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে ওমান যাওয়া বাংলাদেশ দলের। ৯ নভেম্বর স্থানীয় একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে জেমি ডের শিষ্যরা।
Facebook Comments