জামালপুর প্রতিনিধি ॥
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ১ দফা দাবীতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে জামালপুরে মিছিল করেছে যুবদলের নেতৃবৃন্দ। ২৪ ডিসেম্বর রবিবার দুপুরে শহরে এ মিছিলটি বের করেন যুবদল ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান নেতৃত্বে মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়সার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিকসহ জামালপুর জেলা, শহর, ওয়ার্ড, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। এসময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান বলেন, এই অবৈধ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের আজকের এই অবরোধ কর্মসূচি। জামালপুরে যুবদল সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলো, আছে, এবং থাকবে ইনশাআল্লাহ।
Like this:
Like Loading...