শিরোনাম

নিষেধাজ্ঞা শিথিল, জম্মু-কাশ্মীরে ৫০০০০ টেলিফোনে ফিরল সংযোগ

সংবাদটি প্রকাশিত হয়েছে : রবিবার, আগস্ট ১৮, ২০১৯ ৪:২৪:৩৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি


অবশেষে কিছুটা স্বস্তি ফিরল জম্মু-কাশ্মীরে। গতকাল শনিবার সকাল থেকে কাশ্মীর উপত্যকার ৩৫ থানা এলাকায় নিষেধাজ্ঞা শিথিল করা হল। একথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের যোজনা কমিশনের প্রধানসচিব রোহিত কনসল। 

তিনি আরও বলেন, এখনও পর্যন্ত কোনো অঞ্চল থেকে গণ্ডগোলের খবর মেলেনি। এদিন সকালেই দিনভরের জন্য কিশত্‌ওয়ার থেকে ১৪৪ ধারা ওঠানো হয়। এছাড়াও শনিবার সকাল থেকেই কাশ্মীর উপত্যকার শতাধিক টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি এক্সচেঞ্জ খুলে দেওয়া হয়েছে। ৫০০০০ ল্যান্ডলাইনের সংযোগও চালু হয়ে গেছে।

জম্মুতে ইতিমধ্যেই টেলিফোনের ল্যান্ডলাইন এবং মোবাইল ফোনের লাইন চালু হয়ে গেছে। শনিবার থেকে জম্মুর পাঁচটি জেলায় ২জি ইন্টারনেটও চালু করে দেওয়া হয়েছে। কনসলের আশা, পরিস্থিতি এরকম স্বাভাবিক থাকলে আজ রবিবার সন্ধ্যার মধ্যে আরও টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ চালু হয়ে যাবে।

ইন্টারনেটের লাইন ৩জি এবং ৪জি সংযোগও উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখার পর যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে বলে মনে করছে প্রশাসন। জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম বলেছেন, জঙ্গি হামলার কথা মাথায় রেখেই দফায় দফায় যোগাযোগ ব্যবস্থা চালু করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থার উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us