ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাশে হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারী সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।
আহতরা হলেন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর, উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, সদস্য সাদ শিকদার, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সহ-সাংগাঠনিক সম্পাদক তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকারের সহ-সভাপতি মেহেদি, কবি নজরুল ইসলাম সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক আকাশ, ঢাকা কলেজের সহ-সভাপতি রাকিব, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি কাউসার, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তোফায়েল ও মোহাম্মদপুর থানা গণঅধিকার পরিষদের সদস্য সচিব রাজিব প্রমুখ।
গতকাল মঙ্গলবার রাতে বিরোধী দলের ওপর হামলা, মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ।
এর কিছুক্ষণ পরেই ‘বহিরাগত সন্ত্রাসীদের ক্যাম্পাস অস্থিতিশীল ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্টের চক্রান্তের শঙ্কায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট নিরাপত্তার দাবিতে’ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একই সময়ে রাজু ভাস্কর্যে মানববন্ধনের ঘোষণা দেয় ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, আগে থেকেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানার নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পরই নুরের নেতৃত্বে শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসি আসে ছাত্র অধিকার পরিষদ। রাজু ভাস্কর্যের পাশে কিছুক্ষণ অবস্থান করে মিছিল নিয়ে টিএসসির জনতা ব্যাংক সংলগ্ন গেটের কাছাকাছি আসলেই ‘ভুয়া’ স্লোগান নিয়ে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর মারতে মারতে তাকে ডাচ বাংলা বুথের গেটের সামনে নিয়ে যায় তারা। এরপর তাকে রিকশায় করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
হামলাকারীরা সবাই বিভিন্ন হলে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে শনাক্ত করা গেছে। তবে বিষয়টি জানতে চাইলে ফোন কেটে দেন শয়ন।
হামলাকারীরা ছাত্রলীগের নয় জানিয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগতদের সন্ত্রাসের শঙ্কায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ মানববন্ধন করছিল। সেখানে নুররা মিছিল নিয়ে এসে কথা কাটাকাটি শুরু করে বলে জেনেছি। এর বাইরে কিছু জানি না। হামলাকারীরা কেউ ছাত্রলীগের নেতাকর্মী নয়।‘