নেত্রকোনার পূর্বধলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ইলিয়াস ফকির (৪০) নামের এক মুদি ব্যবসায়ী ফাঁসিতে আত্মহত্যা করেছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার হোগলা ইউনিয়নের ভয়রাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস ফকির ওই গ্রামের মরহুম জসিম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইলিয়াস দুটি এনজিও এবং স্থানীয় বেশ কয়েকজন দাদনের কাছ থেকে সুদে ঋণ এনে দেনায় জর্জরিত হয়ে পড়েন। এক দাদনের ঋণ পরিশোধ করতে অন্য দাদনের দারস্থ হয়ে ঋণ করে আসছিল। এভাবে তার ২০ থেকে ২৫ লাখ টাকা ঋণ হয়ে পরে। যা মাসিক কিস্তিতে পরিশোধ করতে হতো। সকল ঋণের কিস্তি পরিশোধ করলেও দিন দিন ঋণের পরিমাণ বাড়তে থাকে। তিনি এই ঋণের টাকা পরিশোধ করতে না পেরেই বাড়ির পাশে আম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।