রাজশাহীর বাগমারার তাহেরপুরে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করার সময় নারী কাউন্সিলর রিতা রানীকে পিটিয়ে আহত করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে কাউন্সিলর রিতা রানী কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে তাহেরপুর পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় রাজশাহী- ৪ (বাগমারা) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সমর্থক আব্দুর রাজ্জাক তার ওপর হামলা চালায় বলে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ অভিযোগ করেন।
তবে আব্দুর রাজ্জাক অভিযোগ অস্বীকার করে ।
বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, নারী কাউন্সিলরের ওপর হামলা হয়েছে বলে খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।