পটুয়াখালীতে ছেলের হাতে মোসা. রাবেয়া বেগম (৫২) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত মো. সালাউদ্দিন হাওলাদারকে (২০) আটক করেছে।
রোববার দুপুরে সদর উপজেলার বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক তথ্য মতে,
ছেলে সালাউদ্দিনকে সকালের খাবার খেতে অনুরোধ করে তার বড় মেয়ে মাহমুদা। এতে সালাউদ্দিন রাগান্বিত হয়ে গাছের ডাল নিয়ে মাহামুদাকে ধাওয়া দেয় ও পরে মারধর শুরু করে। এ দৃশ্য দেখে ছেলের হাত থেকে মাহমুদাকে বাঁচাতে এগিয়ে যায় স্ত্রী রাবেয়া বেগম। এ সময় সালাউদ্দিনের হাতে থাকা গাছের ডাল দিয়ে রাবেয়াকে আঘাত করে। ছেলের আঘাতে রাবেয়া মাটিয়ে লুটিয়ে পরে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় নিহতর স্বামী মো. মোয়াজ্জেম হাওলাদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেছেন।
সদর থানার ওসি মোহাম্মদ জসীম বলেন, ওই ঘটনায় অভিযুক্ত ছেলে সালাউদ্দিনকে আটক করা হয়েছে এবং নিহতর স্বামী বাদী হয়ে মামলা করেছেন।