পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধিঃ-
ফেনীর পরশুরামে ব্যাটারী চালিত অটোরিক্সার ব্যাটারী চুরির ঘটনায় মোঃ আহসান হাবিব বাবু(২৭) ও মোঃ রুবেল(২৪) নামের দুইজনকে গ্রেফতার করেছে পরশুরাম মডেল থানা পুলিশ।
এসময়ে তাদের কাছ থেকে চুরি হওয়া চারটি ব্যাটারী উদ্বার করেছে করা হয়। পূর্ব অনন্তপুর গ্রামের অটোরিক্সা চালক মোঃ মানিকের ব্যাটারী চালিত অটোরিক্সার ৪টি ব্যাটারী চুরির ঘটনার দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ আহসান হাবিব বাবু পৌর এলাকার বাউরখুমা গ্রামের আজাদের ছেলে। মোঃ রুবেল উত্তর কোলাপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানা যায় টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার ছোট নলছিয়া পাড়ার মোঃ মানিক দীর্ঘদিন যাবত পরশুরামের পূর্ব অনন্তপুর গ্রামে ভাড়া বাসায় থাকেন। অটোরিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেন।
গত সোমবার (২১ ফেব্রুয়ারী) প্রতিদিনের মতো রাত ১২টার দিকে বাড়ীর উঠানে অটোরিক্সা রেখে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে ওঠে দেখেন তার অটোরিক্সায় থাকা ৪টি ব্যাটারী নিয়ে গেছে।
যার আনুমানিক মূল্য ৫৮হাজার টাকা বলে জানিয়েছেন মোঃ মানিক।
পরে এই ঘটনায় মোঃ মানিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে পরশুরাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই দিন রাতে পুলিশ সমিতি রাস্তার মোড়ে বাবু ও রুবেল নামে দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা অটোরিক্সার ব্যাটারী চুরির বিষয়টি স্বীকার করেন।
পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. খালেদ দাইয়ান দুজনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে চুরি হওয়া ব্যাটারী উদ্বারের সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments