পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর পরশুরামে ২৪ ঘন্টার ব্যবাধানে ওয়ারেন্টভুক্ত তিন আসামীসহ ছয় আসামীকে গ্রেফতার করেছে পরশুরাম থানা পুলিশ।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মু. খালেদ দাইয়ান এর নেতৃত্বে বুধবার ২৬ জানুয়ারি রাতে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি, দুইজন চুরি মামলার আসামী সহ এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করে।
এর আগে গত ২৪ জানুয়ারী একদিনে দুই সাজাপ্রাপ্ত আসামি সহ ৬আসামীকে গ্রেফতার করে। ৪৮ ঘন্টার ব্যবাধানে আবারও একরাতেই ছয় আসামীকে গ্রেফতার করে প্রশংসায় ভাসছেন ওসি খালেদ দাইয়ান।
বৃহস্পতিবার ২৭ জানুয়ারী সকালে গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ২০২১ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের মোঃ ফারুক ও একই মামলায় অভিযুক্ত উত্তর কাউতলীর মোঃ আলী এবং অন্য আরেকটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী দক্ষিণ কোলাপাড়া গ্রামের পংকজ দেবনাথ। চুরি মামলার দুই আসামী হলেন ফুলগাজী উপজেলার দক্ষিন বরইয়া গ্রামের মোঃ ইউনুস নবী (রিপন) ও পরশুরামের পশ্চিম অলকা গ্রামের মোঃ রিয়াজ।
এছাড়াও একই দিনে পরশুরামের দক্ষিণ গুথুমা শান্তি কলোনি থেকে মাদক ব্যবসায়ী জানু মিয়াকে তার বসতঘর থেকে ১কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মু. খালেদ দাইয়ান জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামী, দুই জন চুরি মামলার অভিযুক্ত আসামী ও একজন মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার চুরির মামলার দুই আসামীকে আদালতে তোলা হলে মোঃরিয়াজ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি।
ওসি খালেদ দাইয়ান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পরশুরামবাসীর সহযোগিতা কামনা করেন।
Facebook Comments