পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস সঙ্গে দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন যাত্রী নিহত হয়েছে। শুক্রবার ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় সুড়ঙ্গ পথে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার কর্মকর্তা বলেন, আমরা হতাহতদের কোহাটের একটি হাসপাতালে নিয়ে এসেছি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এদিকে, প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
এর আগে, রবিবার বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সেতু থেকে পড়ে গিয়ে আগুন ধরে যায় এবং ৪০ জন নিহত হয়। উল্লেখ্য, দুর্বল সড়ক অবকাঠামো ও ট্র্যাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে সচারাচর মারাত্মক দুর্ঘটনা ঘটে।
সূত্র : আরব নিউজ।
Facebook Comments