পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি ট্রেনে আগুন লেগে এ পর্যন্ত ৬২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন। তবে আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা ৪৬ জন বলে নিশ্চিত করেছে পুলিশ।
দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। ট্রেনে থাকা রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সাথে সাথে পাশাপাশি তিনটি বগিতে আগুন লেগে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে।
পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলার পুলিশ কর্মকর্তা আমির তৈমুর খান জানান, করাচি থেকে রাওয়ালপিণ্ডিগামী তেজগাম এক্সপ্রেস লিয়াকতপুর শহরের কাছাকাছি থাকা অবস্থায় বিস্ফোরণটি ঘটে।
Facebook Comments