মোহাম্মদ তারিক হাসান, পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের রাধানগর মহল্লার বাসিন্দা মিশরী মুনমুন, পিতা: মোঃ আব্দুল কাইয়ুম, মাতা: মোছাঃ মুসলিমা খাতুন, ২০২০-২১ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে ১ম স্থান অধিকার করেছে। সে ২০১৮সালে এসএসসি পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ৫ নিয়ে উত্তীর্ণ হয়।২০২০ সালের পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসিতে জিপিএ৫ নিয়ে উত্তীর্ণ হয়। মিশরী মুনমুন পাবনা রেটিনা কোচিং সেন্টারে কোচিং করেছিলেন। তার কোচিং রোল – ৬১৫৬১২। মিশরী মুনমুনের প্রাপ্ত নম্বর ২৮৭.২৫।
Facebook Comments