মোহাম্মদ তারিক হাসান, পাবনা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে দ্বিতীয় ধাপের’লকডাউন’এর প্রথম দিন আজ।
পাবনা শহরে আজ সকাল থেকেই দোকানপাট, শপিং মল, অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ সবকিছু ছিল স্বাভাবিক। জনগণের মধ্যে লকডাউন এর কোন প্রভাব দেখা যায়নি। দুপাল্লার বাস ছারা সকল জান স্বাভাবিক আছে।
এদিকে পাবনা জেলা প্রশাসক থেকে সকাল ১০:০০ টার দিকে একজন ম্যাজিস্ট্রেটসহ দুই পিকআপ ভ্যান নিয়ে শহরের দই বাজার মোড়, আব্দুল হামিদ রোড, পাঁচমাথা মৌর দিয়ে সকল দোকানদার ও জনসাধারণকে সতর্ক করে যাচ্ছে এবং সকলকে ঘরে থাকতে ও মাস্ক পরতে বলছে এভাবে লকডাউনের প্রচার চালিয়ে যাচ্ছে।
এরপর কিছু দোকান বন্ধ দেখা গেছে। আমি সকাল থেকে পাবনা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘুরে দেখেছি জনসাধারনের মধ্যে লকডাউন এর কোন প্রভাব পরে নেই।
Facebook Comments