নিজ দেশের তেলের ট্যাংকারের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্য উপসাগরে আরও একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে ব্রিটেন। ব্রিটেনের তেলবাহী ট্যাংকার আটকের ব্যাপারে ইরানের হুমকির পর এই সিদ্ধান্ত নেয় দেশটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ইরানে হামলার হুমকি দেওয়ার পর গত ১২ জুলাই দ্বিতীয় যুদ্ধজাহাজটি পাঠানো হয় বলে জানিয়েছে ডেইলি হুরিয়েত।
৪ জুলাই ইরানের একটি তেলবাহী ট্যাংকার জিব্রাল্টার প্রণালিতে যুক্তরাজ্যের নৌবাহিনী আটক করলে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
এরই ধারাবাহিকতায় হরমুজ প্রণালিতে গত ৯ জুলাই একটি ব্রিটিশ জাহাজকে ধাওয়া করে ইরানের তিনটি গানবোট।
ইরান অবশ্য এ ঘটনা অস্বীকার করেছে। এর পর থেকেই পারস্য উপসাগরে শক্তি বৃদ্ধির পরিকল্পনা করে ব্রিটেন।
Facebook Comments