মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্ত্রীকে শিল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার এ ঘটনা ঘটেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. জাহিদুল ইসলাম (৩৫)। তিনি উকিয়ারা গ্রামের মোহাম্মদ আখের আলীর পুত্র।
নিহতের নাম তাসলিমা বেগম (৩০)। তিনি ওই গ্রামের আহাম্মদ আলীর মেয়ে। তিনি চার ও দেড় বছরের দুই ছেলেসন্তানের জননী ছিলেন।
সদর উপজেলার জাগির ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. রাজার মিয়া নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, পারিবারিক কলহের জের ধরে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জাহিদুল ইসলাম তার ঘুমন্ত স্ত্রী তাসলিমা বেগমের মাথায় মসলা বাটার শিল দিয়ে আঘাত করেন। এতেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানা নিয়ে আসা হয়। এ ঘটনায় মৃতের বাবা আহাম্মদ আলী বাদী হয়ে রোববার একটি হত্যা মামলা দায়ের করেছেন।