রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় পুত্রবধূকে
শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর মো: সিদ্দিক মুসল্লী (৪৮) কে পুলিশ গ্রেফতার
করেছে পুলিশ। রবিবার দুপুরের পর টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাধঁঘাট
এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ
সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: আসলাম বলেন, আটককৃত সিদ্দিক
মুসল্লীর পুত্র প্রবাসী। রবিবার ঘরে কেউ না থাকার সুযোগে শ্বশুর তার
পুত্রবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় পুত্রবধূর ডাক-চিৎকারে
আশে-পাশের লোকজন ছুটে আসলে লম্পট শ্বশুর বাহিরে সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ
তাকে আটক করে বলে তিনি জানিয়েছেন।
Facebook Comments