রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ মহিপুর থানা
পুলিশের বিশেষ অভিযানে সোমবার গভীর রাতে কুয়াকাটা মেয়র বাজার সংলগ্ন
এলাকার থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী, কুয়াকাটা পৌর শহরের মেলাপাড়া গ্রামের
হাসান ঘড়ামির ছেলে মো: আ¯্রাব ঘরামি (২৫) কে ১৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার
করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এস আই তারেক মাহামুদ ও এস আই সাইদুল
ইসলামের নেতৃত্বে গ্রেফতারকৃত আস্রাবকে নিয়ে অভিযান পরিচালনা করে রাত ৩
টার দিকে বাড়ির রান্না ঘড়ের পাশে মাটি খুড়ে তার নিচ থেকে আরো ৫০০ পিচ
ইয়াবা উদ্ধার করা হয় এসময তার ভাই মো: মাহাতাব উদ্দিন (২২) কে গ্রেফতার
করলে টের পেয়ে বাড়ি থেকে তার স্ত্রী নাজমা বেগম পালিয়ে যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান,
গ্রেফতারকৃত আসামি আ¯্রাব এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার
বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে এতোদিন ধরা ছোঁয়ার বাহিরে থেকে সে
ব্যাবসা পরিচালনা করে আসছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে
বলে তিনি সাংবাদিকদের জানান।
Facebook Comments