ঝালকাঠিতে এক পুলিশ কনস্টেবলের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ওরফে সায়মনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কৃষ্ণকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্রলীগ নেতা রুহুল আমীন ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। বৃহস্পতিবার রাতে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনাটি ঘটে। আহত পুলিশ কনস্টেবল মো. আলাউদ্দিনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা পরিষদের সামনে মোহাম্মদ আলীর দোকানে রুটি-সবজি খাচ্ছিলেন ঝালকাঠি পুলিশ লাইনের যানবাহন শাখার কনস্টেবল মো. আলাউদ্দিন। সবজিতে লবণ কম হওয়া নিয়ে দোকানদারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান আলাউদ্দিন। এ সময় সেখানে উপস্থিত ছাত্রলীগ নেতা রুহুল আমীন দোকানদারের পক্ষ নেন। এ নিয়ে আলাউদ্দিনের সঙ্গে ছাত্রলীগ নেতা রুহুলের বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে রুহুল দোকানে থাকা জ্বালানি কাঠ দিয়ে আলাউদ্দিনের মাথায় আঘাত করেন। এতে আলাউদ্দিন গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে কৃষ্ণকাঠি এলাকা থেকে রুহুল আমীনকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মোবাইল ফোনে বলেন, ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ওরফে সায়মনকে গ্রেফতার করা হয়েছে শুনেছি। মামলার কপি হাতে পেয়ে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ঘটনাস্থলের ২০-২৫ গজের মধ্যে জেলা পুলিশ লাইন। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।