কালীগঞ্জে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আমান আলী (৪০) নামে এক আসামি হাতকড়া নিয়ে পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার উত্তরগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে।
আমান আলী পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও এলাকার মানিকের ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন- কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেন।
আহত পুলিশ সদস্য এসআই আব্দুল আলীম বলেন, কালীগঞ্জ থানার একটি দস্যুতা মামলার দুই নম্বর আসামি আমান আলী। মঙ্গলবার তাকে গ্রেফতার করতে গেলে তিনি আমাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হাতকড়াসহ পালিয়ে গেছেন। ঘটনার পর আমরা হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমান আলীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে আহত এএসআই শাখাওয়াত হোসেন বলেন, ঘটনার বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।