সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আগনুকালি গ্রামের আবদুল শুকুর সেখ পিতা হাফিজ শেখ ও বেলকুচি উপজেলার ধুলঘাগড়াখালী গ্রামের আজাহার আলী পিতা মৃত গফুর তারা উভয় নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে আসছিলেন। দুজনে তারা সমাজে অনেক প্রভাব খাটিয়েছেন। এলাকার মধ্যে সবাই অবগত যে তারা ভুয়া মুক্তিযোদ্ধা । অতঃপর সিরাজগঞ্জ সদর থানা ২০১৪ সালের ৬ নভেম্বর পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) । আবদুর রহমান শুকর ও আজাহার আদালতে হাজির হয়ে জামিন চান।বিচারক জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান।
Facebook Comments