পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং এ সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হাইকোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
বাণিজ্য সচিব ও এনবিআরের চেয়ারম্যানকে সাত দিনের সময় দিয়ে নোটিশে বলা হয়েছে, এ সমস্যার সমাধান করতে না পারলে হাইকের্টে রিট দায়ের করা হবে। নোটিশে আরও বলা হয়েছে, পেঁয়াজ নিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান হওয়া দরকার। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডকে যথাযথ উদ্যোগ নিতে হবে। পেঁয়াজ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানি নীতি বিশেষ শর্ত আরোপ করতে হবে। একই সঙ্গে রাজস্ব বোর্ডকে বিশেষ শুল্ক নীতি প্রণয়ন করতে হবে।
নোটিশে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর ভারত সরকার আকস্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার কারণে বাংলাদেশে পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজ আমদানিতে এক দেশের ওপর নির্ভরশীল হয়ে না থাকতে এ শুল্ক নীতি প্রণয়ন করতে বলা হয়েছে। বাসস
Facebook Comments