নীলফামারীতে পেটের ব্যথা সইতে নারে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জেলার সদর উপজেলার পুরাতন রেল স্টেশন এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ শহরের বাড়াইপাড়া (মুন্সিপাড়া) গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আকবর আলী ওরফে আকবর পাগলা (৬২)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আকবর আলী একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। স্থানীয়ভাবে তিনি আকবর পাগলা নামেই পরিচিত ছিলেন। মানসিক ভারসাম্যহীন আকবর আলী ইতিপূর্বেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ফলশ্রুতিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পেটের ব্যথা সহ্য করতে না পেরে শহরের গাছবাড়ী সংলগ্ন পুরাতন রেলস্টেশন এলাকায় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে আত্মহত্যা করেন তিনি।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ভোরের কাগজকে বলেন, “আকবর আলী ট্রেনের চাকায় পরে আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি”।