প্রচণ্ড ঠাণ্ডায় আফগানিস্তানে এবার এ পর্যন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দেশটির সরকারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।
মঙ্গলবার দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রাহিমি বলেন, প্রায় ৭০ হাজার গবাদিপশু ঠাণ্ডায় জমে মারা গেছে।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের ২ কোটি ৮৩ লাখ মানুষ, অর্থাৎ দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের টিকে থাকার জন্য জরুরি সহায়তা প্রয়োজন।
ঠাণ্ডা আবহাওয়ার ও ত্রাণসংকটের কারণে দেশটির জনগণকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।
উল্লেখ্য, আফগানিস্তান এবার শীতলতম একটি বছর পার করছে। জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমে মাইনাস ২৮ ডিগ্রিতে নেমে আসে। অন্য বছরগুলোতে এ সময়ে তাপমাত্রা ০ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।
সূত্র: সিএনএন
Facebook Comments