সংবাদটি প্রকাশিত হয়েছে :
মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১ ৯:২১:১৪ পূর্বাহ্ণ
প্রবাসী বড় ভাইয়ের প্রক্সি দিতে এসে ছোট ভাই আটক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসির জীববিজ্ঞান পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন মো. ছালাউদ্দিন (২০) নামের এক যুবক।
অভিযুক্ত মো. ছালাউদ্দীন নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও উপজেলার শরিফপুর ইউনিয়নের খানপুর গ্রামের অলি উল্যাহর ছেলে।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জমিদার হাট বিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জমিদার হাট বিএন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মহিন উদ্দিন বলেন, সকালে আমাদের কেন্দ্রে এসএসসির জীববিজ্ঞানের পরীক্ষা চলছিল। এ সময় শিক্ষার্থী জহির উদ্দিনের (২২) পরিবর্তে তার ছোট ভাই ছালাউদ্দিন পরীক্ষায় অংশ নিচ্ছে। বিষয়টি প্রথমে আমাদের দৃষ্টিতে পড়েনি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
Facebook Comments