পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলায় খালার বাসায় বেড়াতে গিয়ে সাবরিনা আফরিন (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার রাতে দাগনভূঞা বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। কিশোরী দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী।
লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে, যেটি নিয়ে তদন্ত করছে পুলিশ।
তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে, বাবার নাম ইসমাইল খান। সাবরিনার পরিবার দাগনভূঞার উপজেলা শহরে ভাড়া বাসায় থাকেন।
চিরকুটে লেখা আছে- ‘প্রিয় আমার মা ও বাবা, আশা করি ভালো থাকবে; তাও আবার আমি মরে যাওয়ার পরে। ভেবেছিলাম তোমাদের একমাত্র মেয়ে আমি, যা করব সব মেনে নেবে। কিন্তু যারে ভালোবাসলাম তাকে দূরে সরিয়ে দিলে। বেঁচে থেকে কী লাভ, তাই মরে গেলাম। জানাজা পড়ার জন্য তাকে ডাকিও।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাছান ইমাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে আত্মহত্যা হতে পারে।
Facebook Comments