বাগেরহাট প্রতিনিধি মেহেদী হাসান নয়ন
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামে গৃহবধু আরিফা বেগম হত্যা মামলার আসামী দুই নারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। তাদেরকে মঙ্গলবার বিকেলে তাদেরকে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন দিঘলিয়ার সেনাটী গ্রামের মো. ইউসুবের স্ত্রী ও নিহতের শাশুড়ী লিপি বেগম (৪৫) ও নুরজাহান বেগম (৩৫) নামে এক নারী।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে নয়টার দিকে হেলাল উদ্দিন তার শাশুড়ীর শ্যামবাগাত ভাড়াবাড়ীতে এসে স্ত্রী আরিফা বেগমকে এলোপাতারী ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মাতা আমেনা বেগম নিজ বাদী হয়ে মঙ্গলবার সকালে ফকিরহাট মডেল থানায় জামাই হেলাল উদ্দিনকে প্রধান আসামী করে আরও দুই নারী সহ তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, নিহতের মাতা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামী দুই নারীকে আটক করা হয়েছে। প্রধান আসামী নিহতের স্বামীকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments