বাগেরহাটের ফকিরহাটে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর ভাবে ৩ জন আহত হয়েছে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপেক্সে এ ভর্তি করেন।কর্তব্যরত চিকিৎসক বলেন আহত বিউটি বেগম এর পা ভেঙ্গে গেছে। শক্রবার সকাল ৮ টায় বাহিরদিয়া ইউনিয়ন এর মানসা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বিউটি বেগম (৩৮), তার স্বামী ইদ্রিস আলী শেখ (৫০) এবং ভাইপো সোহেল(২৬)। প্রতক্ষর্দশীরা বলেন, আহতের আপন বড় ভাই মৃত মোন্তাজ শেখ এর ছেলে জলিল শেখ (৬০) ভাইপো সিফাত শেখ (৩০),মোঃ রিয়াজ শেখ (২০) পূর্ব শত্রুতার জের ধরে লাঠি-সোটা লোহার রড নিয়ে হামলা চালায়। এ ঘটনায় বিউটি বেগমের পায়ে লোহার রড দিয়ে আঘাত করলে মারাক্তক জখম হয়। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এ বিষয়ে মডেল থানায় অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুল আনাম বলেন বিষয়টি শুনেছি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
Facebook Comments