সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
বাগেরহাট ফকিরহাটের দোহাজারী ( পচ্শিমপাড়া) গ্রামের শ্যাম অধীকারীর পারিবারিক কালি মন্দিরে গত (২২ মে ২০২৪) গভীর রাতে কে বা কাহারা আগুন দিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, এজাহার ও ঘটনা সুত্রে জানা যায়, শ্যাম অধীকারী গত (২১ মে ২০২৪)রাত অনুমান ১১.৪০ মিনিট সময়ে রাতের খাওয়া শেষে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে (২২ মে ২০২৪) রাত অনুমান ০২.১৬ মিনিট সময়ে শ্যাম অধীকারীর আগুনে পোড়ার শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়। তখন শ্যাম ও তার স্ত্রী অঞ্জনা অধীকারী ঘুম থেকে উঠে শয়ন ঘরের বাহিরে এসে দেখে যে বসত বাড়ীর উঠানে থাকা সেমিপাকা টিনের ছাউনি যুক্ত পারিবারিক কালি মন্দির ও মন্দির সংলগ্ন জ্বালানি কাঠ রাখার ঘরে আগুন জ্বলিতেছে। তখন তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে আগুন নিভোনোর চেষ্টা করে এবং এক পর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভাইয়া ফেলে। উক্ত অগ্নিকান্ডের ফলে কালী মন্দিরে থাকা মাটির তৈরী ০১টি কালী। পদতলে শিব সহ প্রতিমা, মাটির তৈরী ০১টি রাধা গোবিন্দের মূর্তি, মাটির তৈরী ০১টি লক্ষীর মূর্তি, পুজার সামগ্রী, যাহার মূল্য অনুমান- ৩,০০০ টাকা, কাঠের ঘরে থাকা জ্বালানি কাঠ, মূল্য অনুমান-১৫,০০০ টাকা, টিনের ছাউনি, মূল্য অনুমান-১০,০০০ টাকা, সর্বমোট- ২৮,০০০ (আঠাশ হাজার) টাকার ক্ষতি সাধন হয়।
ঘটনা সুত্রে আরও জানা যায়, শ্যাম অধীকারী ও তার স্ত্রী অঞ্জনা অধীকারী ৬ষ্ঠ উপজেলা নির্বাচন ২০২৪ এর চেয়ারম্যান পদপ্রার্থী স্বপন কুমার দাস এর আনারস মার্কার পক্ষে নির্বাচন করায়, শেখ ওয়াহিদুজ্জামান বাবু এর মটরসাইকেল মার্কার সমর্থকরা নির্বাচন শেষে ঘটনার আগের দিন(২১ মে২০২৪) বিকাল অনুমান ০৫.০০ মিনিট সময়ে শ্যাম অধীকারী তার বসত বাড়ীর পার্শ্বে জনৈক ইসাহাক পালোয়ান এর দোকানে চা খাওয়ার জন্য যায় উক্ত দোকানে অনেক লোকজন ছিল। চায়ের দোকানে চা খাওয়ার সময় দোকানে থাকা লোকজনের সাথে নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনা করার সময় মটরসাইকেল প্রতীকের সমর্থকরা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে তখন শ্যাম অধীকারী ভয় পেয়ে বাড়িতে চলে যায়।
উক্ত ঘটনার বিষয়ে শ্যাম অধীকারীর স্ত্রী অঞ্জনা অধীকারী (৪৩) গত (২৩ মে ২০২৪) সে বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি করে একটি মামলা দায়ের করেন মামলা নং ১৭।
বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অতি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
Like this:
Like Loading...