বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে দেশের বেসরকারী জনপ্রিয় স্যাটালাইট চ্যানেল আনন্দ টেলিভিশনে প্রচারিত ২০২০ সালে অনুসন্ধান প্রতিবেদনে সেরা প্রতিবেদক নির্বাচিত হওয়ায় ফুল আর ভালোবাসায় সিক্ত হলেন চ্যানেলটির বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ শিহাব উদ্দিন রুবেল। গত মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ১১ টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সংবর্ধণা এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবলীগ সভাপতি শেখ হারুন-অর-রশিদ। প্রেসক্লাব সভাপতি শেখ ফারুক হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য খান মোঃ আরিফুল হক, মোঃ মাহমুবুর রহমান দুলু, মোঃ মোজাহিদুর রহমান, এস.কে নাজমুল ইসলাম, সহ-সভাপতি শেখ আজমল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ, এস.এম মনিরুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক এম এম সি মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ সাগর মল্লিক, প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ হুমাউন কবির, সাংস্কৃতিক সম্পাদক সুমন কর্মকার, সদস্য মোঃ খাবির হোসেন, সৈয়দ অনুজ, আজমল হোসেন, কামরুজ্জামান, মোঃ মেহেদী হাসান নয়ন, মোঃ জালিজ, অফিস সহকারী বেল্লাল হোসেন খান, আ’লীগ নেতা মুজিবর মোড়ল, যুবলীগ নেতা দাউদ হায়দার বাবু প্রমূখ। অপরদিকে সাংবাদিক খান মোঃ আরিফুল হকের ছোট ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হুমাউন কবির।
Facebook Comments