ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাছারডাঙ্গী গ্রামে সেপটিক ট্যাংকি থেকে রাবেয়া বেগম (৩৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ আগস্ট) দুপুরে সদরপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকিতে ফেলে স্বামী পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত রাবেয়া পিঁয়াজখালী বাছারডাঙ্গী গ্রামের মৃত রাজন বাছারের বড় মেয়ে। ৯ বছর আগে পার্শ্ববর্তী শিবচর থানার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের আব্দুল মান্নান বেপারীর ছেলে হাবলু বেপারীর (৪৫) সাথে তার বিয়ে হয়। রাবেয়া স্বামীকে নিয়ে পিঁয়াজখালীতে বাবার বাড়িতে বসবাস করতো।
রাবেয়ার মা হাসিনা বেগম জানান, গত শুক্রবার হতে রাবেয়া নিখোঁজ ছিল। শনিবার দুপুরে রাবেয়ার স্বামী হাবলু বেপারী ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। রোববার দুপুরে তিনি বাড়ির গোয়ালঘরের পেছনে গেলে টয়লেটের সেপটিক ট্যাংকির মধ্যে রাবেয়ার দুই পা দেখতে পান। এসময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
জানা গেছে, রাবেয়ার প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে হাবলু বেপারীর সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। হাবলু বেপারী পিঁয়াজখালী বাজারে ফার্নিচারের দোকানে রঙের কাজ করেন। আর রাবেয়া সদরপুরের নয়রশিতে একটি এনজিওর মাঠকর্মীর কাজ করতো। তাদের সংসারে দুই মেয়ে রয়েছে। আর রাবেয়ার আগের ঘরের একটি ছেলেসন্তান রয়েছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সেপটিক ট্যাংকির ভেতর থেকে রাবেয়ার লাশ উদ্ধার করে ফরিদপুরের মর্গে পাঠায়।