মোঃ সাইদুজ্জামান মজনু
আমায় যদি দিবে সাজা
কেন তুমি রহমান ?
তোমার নামে তসবি পড়ে
সাগর নদী বহমান।
ভোরের রবি যখন ওঠে
আমি উঠি তার আগে।
তোমার হুকুম পালন করে
কলি ফোটে ফুলবাগে।
সকাল হতে সারা দিন ই
থাকো সকল কাজে।
সন্ধ্যা বেলায় চাই যে ক্ষমা
স্মরি তোমায় লাজে।
রাতের বেলায় চন্দ্র তারা
জিকির করে তোমার।
ঘুমের মাঝেও তোমার ভয়ে
কাঁদে প্রাণটা আমার।
তোমার দয়ায় কত পাপী
হলো আজ ধন্য।
একটু দয়া করো না প্রভু
এই পাপীর জন্য।
Facebook Comments