ফুলছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক যাদু
সংবাদটি প্রকাশিত হয়েছে :
বৃহস্পতিবার, নভেম্বর ২৫, ২০২১ ১০:১২:১০ অপরাহ্ণ
ফুলছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক যাদু
মজিবর রহমান (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে সাংবাদিক শাহ আলম যাদু নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের দাতা সদস্য আলমগীর মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক স্বপ্না বেগম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মধু মিয়া, প্রভাত চন্দ্র বর্মন, শিক্ষক মাহবুবা আকতার, রোস্তম আলী সহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও অভিভাবকবৃন্দ। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যের মতামতের ভিত্তিতে শাহ আলম যাদুকে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়।
নব-নির্বাচিত সভাপতি শাহ আলম যাদু দীর্ঘদিন থেকে বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হন প্রভাত চন্দ্র বর্মন।
নব-নির্বাচিত সভাপতি শাহ আলম যাদু বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে তাদের সহযোগিতা কামনা করেছেন।
Facebook Comments