পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী প্রতিনিধি:
ফেনীর দাউদপুল এলাকায় ছিনতাই কালে মো: ইসমাইল (২২) ও মো: রাব্বি গোলাম (১৮) নামের কিশোর গ্যাং এর ২ সদস্যকে আটক করেছে র্যাব-৭, ফেনী ক্যাম্প।
শুক্রবার ২২ এপ্রিল ৯টার দিকে তাদের গ্রেফতার করেছে। এ সময় ২টি ফোল্ডিং চাকু উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত মো: ইসমাইল ফেনী সদর আক্তার বিবিরহাটের আব্দুল মালেকের ছেলে এবং রাব্বি গোলাম বাগেরহাট মোড়লগঞ্জ থানার খাড়ইখালী মুন্সিরহাট এলাকার মিজান শেখের ছেলে।
র্যাব-৭, ফেনী ক্যাম্প বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় কিশোর গ্যাং এর সদস্য ফেনী পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ তুলাবাড়িয়া রোডের দাউদপুল সুইমিং পুলের বিপরীত পার্শ্বে সালাম হোটেল এর সামনে পাঁকা রাস্তার উপর মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা করার উদ্যোগ গ্রহণ করতেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার ২২ এপ্রিল রাত ৯টার দিকে র্যাব-৭, ফেনী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান চালিয়ে ২ জন ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মূলত কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য তারা পরস্পর যোগসাজসে ফেনী জেলার বিভিন্ন পথচারীদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব।
Facebook Comments