শিরোনাম

ফেনীতে প্যারোলে মুক্তি পেয়ে শপথ গ্রহণ; ৩দিন পর সেই চেয়ারম্যান রিমান্ডে

সংবাদটি প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, জানুয়ারি ১৮, ২০২২ ৮:৩৮:১৯ অপরাহ্ণ
ফেনীতে প্যারোলে মুক্তি পেয়ে শপথ গ্রহণ; ৩দিন পর সেই চেয়ারম্যান রিমান্ডে
ফেনীতে প্যারোলে মুক্তি পেয়ে শপথ গ্রহণ; ৩দিন পর সেই চেয়ারম্যান রিমান্ডে

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
কারাগার থেকে আড়াই ঘণ্টার প্যারোলে মুক্তি নিয়ে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণের মাত্র তিন দিন পরেই দোকানকর্মচারী শাহীন চৌধুরী হত্যা মামলায় মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু’র ১দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা লোকমান সোমবার দুপুরে শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক গোলাম জিলানী।

এর আগে গত ১০ জানুয়ারি পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেছে বলে জানান পরশুরাম মডেল থানার এসআই সুরোজিত বড়ুয়া। শুনানি শেষে আজ এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি এই নিয়ে টানা তৃতীয় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

তদন্ত সংল্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাহীন চৌধুরী নামের এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম পরশুরাম মডেল থানায় চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোসহ পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যার ঘটনায় জড়িত অভিযোগে ওমর ফারুক আজিজ, এনায়েত হোসেন আকাশ, মোঃ রাহিম ও জাহিদ হোসেন আরিফকে গ্রেপ্তার করে।
৫ জানুয়ারি ঢাকার গাজীপুরের টঙ্গীর চেরাগআলী থেকে নুরুজ্জামান ভুট্টুকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়াও একজন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গত ১৩ জানুয়ারি ফেনী কারাগার থেকে প্যারোলে (আড়াই ঘণ্টার) মুক্তি পেয়ে চেয়ারম্যান হিসেবে শপথ নেন নুরুজ্জামান ভুট্টো।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

সাম্প্রতিক খবর

Contact Us