পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদরাসাশিক্ষক হাফেজ আবু বকরকে (৩৬) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার ১২ জানুয়ারি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ওসমান হায়দারের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি আবু বকর ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের আলী নেওয়াজের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসেন জানান, আসামি আবু বকর জামিনের পর থেকে পলাতক। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর দুপুরে ছাগলনাইয়ায় মাদরাসা ছুটির পর দরজা বন্ধ করে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন আবু বকর। এ ঘটনায় ভিক্টিমের মা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন পুলিশ পরিদর্শক আবুল খায়ের শেখ। আদালত এ মামলায় ১০ জনের সাক্ষগ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করেন।
ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি ফরিদ উদ্দিন হাজারী জানান, আদালতে বাদীর অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আবু বকরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Facebook Comments