পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীতে এক হাজার কেজি ভেজাল হলুদ-মরিচের গুঁড়াসহ এক ভেজাল মশলা ব্যবসায়ীকে আটক করেছে ফেনীস্থ র্যাব-৭।শনিবার বিকালে ফেনী শহরের তাকিয়া রোডস্থ রামপুর সওদাগর বাড়ী নজরুল মিয়ার দরবার মশলার মিল ঘর থেকে মো. আব্দুর রহিমকে (৪৫) আটক করে ফেনীস্থ র্যাব-৭।
আটককৃত মশলা ব্যবসায়ী মো. আব্দুর রহিম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নামে নাসনী ঘাঘুয়া এলাকার মো: নওশের আলীর ছেলে।
ফেনীস্থ র্যাব-৭’র কোম্পানী কমান্ডার জানান, ফেনী শহরের তাকিয়া রোডস্থ রামপুর সওদাগর বাড়ী নজরুল মিয়ার দরবার মশলার মিলে অভিযান চালায় র্যাব। এসময় মশলার মিল ঘর তল্লাশী করে ২৬টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ১ হাজার কেজি রং মিশ্রিত ভেজাল হলুদ-মরিচের গুঁড়া জব্দ করা হয়। এসময় ভেজাল মশলা কারবারী মো. আব্দুর রহিমকে আটক করে র্যাব। জব্দকৃত ভেজাল হলুদ মরিচের গুঁড়ার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
র্যাব আরও জানান, আটককৃত মশলা ব্যবসায়ী মো.আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ফেনীর উপশম হাসপাতাল সংলগ্ন একটি ভাড়া বাসায় থেকে এ ভেজাল ব্যবসা করে আসছিল।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments