আটককৃত ছাদেক মিয়া কুমিল্লা কোতোয়ালি থানার কোটেশ্বর এলাকার মৃত রেনু মিয়া ও মৃত আম্বিয়া খাতুন ছেলে।
পুলিশ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এসআই মো: কুতুবউদ্দিন, এসআই জসিম উদ্দিন, এএসআই এবিএম আশিকুর রহমান ও এএসআই মো: ইমাম উদ্দিন রাজু সহ জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী বিকন মডেল কলেজ এর সামনে অভিযান চালিয়ে ছাদেক মিয়া নামে একজনকে তল্লাশি করে তার কাছ থেকে টেপ মোড়ানো দুটি পলিথিন থেকে চার কেজি গাঁজা উদ্ধার হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments