পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে ৫ কেজি গাঁজাসহ মোঃ আক্কাস সুমন(২৮) ও মাজাহারুল ইসলাম শেখ (৩০) নামে দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।সোমবার বিকালে ফেনী শহরের ইমাম মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ আক্কাস সুমন কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ইলুসিয়া গ্রামের ফজলুল রহমানের ছেলে ও মাজাহারুল ইসলাম শেখ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজরা পশ্চিম পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মোতাব্বির হোসেন, এএসআই আবুল কালাম ও এএসআই সামছুদ্দোহা রাসেলসহ ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে। এই সংক্রান্তে ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়।
Facebook Comments