পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:- ফেনীর ছাগলনাইয়ায় ফ্যানের সাথে ফাঁস লাগানো শাহেনা আক্তার (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুরে এ ঘটনা ঘটে। শাহেনা ঐ ওয়ার্ডের রফিক উল্যাহ প্রকাশ সাব মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে শাহেনার স্বামী সাব মিয়া ক্ষেতে চলে যান। সকাল সাড়ে ৯টার দিকে সাব মিয়া বাড়িতে আসলে তার স্ত্রীকে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ তার লাশ উদ্বার করে।
ছাগলনাইয়া থানার ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাব মিয়ার একমাত্র ছেলে প্রবাসে থাকেন ও মেয়ে শ্বশুর বাড়িতে ছিল।
Facebook Comments