পেয়ার আহাম্মদ চৌধুরী ফেনী জেলা প্রতিনিধি: ফেনী দাগনভূঞায় সাড়ে ৩ বছরের এক শিশুকে যৌনপীড়নের চেষ্টার অভিযোগে ৫৭ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার২৯ জানুয়ারী জাকের হোসেন খোকন নামের ওই নরপশুকে আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত খোকন(৫৭) দাগনভূঞা পৌরসভার কৃষ্ণরামপুর কৃষ্ণরামপুর এলাকার মৃত মুকবুল আহাম্মেদের ছেলে।
জানা যায়, শুক্রবার ২৮ জানুয়ারী দুপুরের দিকে শিশুটিকে স্থানীয় ফিশারীর ঘাটে গোসল করানোর কথা বলে যৌনপীড়ন ও ধর্ষনের চেষ্টা করে ওই বৃদ্ধ।
এঘটনায় ওইদিনই শিশুটির পিতা নিজে বাদী হয়ে দাগনভূূঞা থানায় একটি মামলা দায়ের করেন।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযোগ পেয়েই পুলিশ যৌনপীড়নের আসামী জাকের হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
Facebook Comments