পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর পরশুরামে দুই কেজি গাঁজাসহ মো: সাহাব উদ্দিন(১৯) নামের এক যুবককে আটক করেছে পরশুরাম মডেল থানার পুলিশ। রবিবার (১০ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়।
আটককৃত মো: সাহাব উদ্দিন উপজেলার উত্তর গুথুমা (সর্দারঘোনা) গ্রামের আমির হোসেন ও টুকু আক্তারের ছেলে।
পরশুরাম মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: রেজাউল আলম জানান রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উত্তর কোলাপাড়া (তালেব চেয়ারম্যানের পুরাতন বাড়ী সংলগ্ন) মিজানের চা দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্বার করা হয়েছে।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (১১ এপ্রিল) দুপুরে আটককৃত মাদক কারবারি মো: সাহাব উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments