শিরোনাম

ফের ট্রেন দুর্ঘটনা, দু’টি বগিতে আগুন

সংবাদটি প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০১৯ ৪:০৪:১৮ অপরাহ্ণ
দু’টি বগিতে আগুন
দু’টি বগিতে আগুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উল্লাপাড়া ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উল্লাপাড়া স্টেশনে ১ নম্বর লাইনে কাজ চলছিল। এজন্য ট্রেনটিকে ২ নম্বরে সিগনাল দেয়া হয়। তবে সিগনাল না মেনে চলন্ত ট্রেনটি ১ নম্বর লাইনে উঠে যায়। পরে লাইন না পেয়ে চলন্ত রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঘুরে যায়। এ ঘটনায় ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। ৫ টি বগিতে আগুন লেগেছে, এর মধ্যে পুড়ে গেছে ৪ টি। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের ইজ্ঞিনের আগুন নেভাতে আশেপাশের ৪ টি শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটিতে আগুন জ্বলছে। ফায়ার ইউনিট কাজ করছে।

দুর্ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন।

 

Spread the love
Facebook Comments

Contact Us