নতুন লোগো উন্মোচন করেছে বিশ্বের বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’। নতুন লোগোতে সবগুলো অক্ষরই দেখা যাবে ক্যাপিটাল লেটারে (FACEBOOK)। এছাড়া এটি মাল্টিকালারের (বিভিন্ন রঙের মিশ্রণ)। খবর দ্য ভার্জ’র।
তবে শুধু ফেসবুকেই নয়, এর আওতাধীন অন্যান্য অ্যাপগুলোতেও এই নতুন লোগোই দেখা যাবে। এগুলো হলো- ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপ।
ব্যবহারকারীরা কবে নাগাদ অ্যাপসহ অন্যান্য মাধ্যমে নতুন লোগো দেখতে পাবে, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
Facebook Comments