আল মোজাহিদ বাবু বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে একটি পরিত্যক্ত পুকুর থেকে ফাতেমা বেগম (৫০) নামে এক মহিলার মরাদেহ উদ্ধার করা হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশ শনিবার বেলা ১১ টায় সদর ইউনিয়নের বকশীগঞ্জ পৌর এলাকায় চালাকপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। ফাতেমা বেগম বাট্টাজোড় ইউনিয়নের উজান পাড়া গ্রামের সাফিজল হকের স্ত্রী। স্থানী সূত্রে জানা গেছে, ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
একপ্রকার পাগলের মত হয়েছিলো তিনি কয়েকদিন আগে তার বাবার বাড়ি চালাক পাড়া গ্রামে আসেন। শনিবার সকালে ওই গ্রামের একটি পরিত্যক্ত শুকনো পুকুরে লাশ দেখে স্থানীয়রা থানা বকশীগঞ্জ থানার পুলিশকে খবর দেন।
পুলিশ বেলা ১১ টায় ওই পুকুর থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, স্থানীয় এলাকাবাসী ও তার স্বামী জানিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তবুও মরদেহ ময়না তদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments